জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় হকি খেলায় রেকর্ড ১৪ বারের মত চ্যাম্পিয়ন হওয়ার দূর্লভ সম্মান অর্জন!

smmplscr

শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী

জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় হকি খেলায় রেকর্ড ১৪ বারের মত চ্যাম্পিয়ন হওয়ার দূর্লভ সম্মান অর্জন!

smmplscr

জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় চাঁপা অঞ্চল (রাজশাহী, রংপুর, দিনাজপুর) এর প্রতিনিধি হয়ে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস্, রাজশাহী হকিতে অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। আমাদের প্রতিষ্ঠানটি রেকর্ড ১৪ বারের মত চ্যাম্পিয়ন হওয়ার অনন্য সম্মান অর্জন করে। ২০০৩ সালে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয়ে ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত টানা ছয়বারের চ্যাম্পিয়ন হওয়ার অসামান্য কৃতিত্ব লাভ করে। এরপর ২০১২, ২০১৩, ২০১৬, ২০২০, ২০২২,২০২৩ ও ২০২৪ সহ সর্বমোট ১৪ বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়, যা ক্রীড়াক্ষেত্রে এই প্রতিষ্ঠানটিকে অনুপম উচ্চতায় নিয়ে আসে। এছাড়া ২০১১ ও ২০১৭ সালে হকিতে জাতীয় পর্যায়ে অত্র প্রতিষ্ঠানটি রানার্স আপ হয়। হকিতে এই অসাধারণ অবদানের ক্ষেত্রে যে সমস্ত খেলোয়াড়, দলনেতা, হকি কোচ, শরীরচর্চা শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান সর্বোপরি সভাপতি (গভর্নিংবডি) ভূমিকা রেখেছেন তাদের নাম স্মরনীয় হয়ে থাকবে। এই ক্ষেত্রে অবসর প্রাপ্ত শরীরচর্চা শিক্ষক জনাব মোঃ শওকত হোসেন (আঞ্জু) অগ্রনী ভূমিকা পালন করেন। তাঁর ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় এই সাফল্যের বীজ বপন করা হয়েছিল। তেরবারের মত চ্যাম্পিয়ন হওয়ার খেতাব ছিনিয়ে নিতে বর্তমান শরীরচর্চা শিক্ষক জনাব মোঃ জিয়াউর রহমান, কোচ খন্দকার আকিব জাবেদ, সহকারি কোচ বাপ্পি কুমার ঘোষ এবং প্রেষণে শিক্ষক আব্দুর রহমান, (পুলিশ সদস্য) অনন্য ভূমিকা পালন করেন। অতঃপর বলতে হবে সম্মানিত অধ্যক্ষ ড. মোঃ গোলাম মাওলা স্যারের কথা। যিনি স্বপ্ন দেখতে ভালবাসেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালান। হকিতে চ্যাম্পিয়ন হওয়া কেবল তাঁর স্বপ্নই নয়, ধ্যান জ্ঞান, সাধনাও বটে। সর্বোপরি স্বীকার করতে হবে মাননীয় পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) সভাপতি গভর্নিংবডি স্যারের কথা, যাঁর সার্বিক তত্বাবধানে পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি। হকি খেলোয়াড়দের জন্য যিনি উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। খেলোয়াড় কোটায় হকি খেলোয়াড়রা ভর্তি হওয়ার বিশেষ সুবিধা লাভ করে। তাদের জন্য রয়েছে বিনা বেতনে ও অর্ধবেতনে শিক্ষা লাভের ব্যবস্থা। সম্মানিত সভাপতি মহোদয় নিবিড়ভাবে হকি বিষয়ক খোঁজখবর রাখেন। ক্রীড়া সামগ্রী ক্রয়, খেলোয়াড়দের অনুশীলন, ক্রীড়া ভেন্যুতে যাতায়াত, বিভিন্নভাবে পুরস্কার প্রদান, সার্বিক সহায়তা ও পরামর্শ প্রদানে সভাপতি মহোদয়ের সদয়দৃষ্টি অনস্বীকার্য। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠানটি বারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। আশা রাখি হয়তো এখান থেকেই আমরা পেয়ে যাব জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের ক্রীড়াবিদ যারা অলিম্পিক গেমস্ ও ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। সেদিন বেশি দূরে নয় যখন আমাদের এই স্বপ্ন সত্যিতে পরিণত হবে। বিশ^মানচিত্রে আমরা হব গর্বিত জাতি।

smmplscr

মোঃ জিয়াউর রহমান
সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা)
মোবাইল নং:০১৭১৭-১৪২১২১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *